Friday, May 17, 2013

মৃতালাপ - ২


















দেখতে দেখতে একটা বছর,
হয়তো খুবই অল্প সময়।
মন খারাপের কয়েক প্রহর
তুই না থাকার একমুঠো ভয়।

দেখছি, শুনছি, ভাঙ্গছি শুধু
মনের মধ্যে অনেক ভাঙ্গন।
সহ্য করছি আস্তে আস্তে
মন খারাপের হাজার কারন।

তুই কেন নেই ফোনের পারে?
তোর হাসিমুখ, ইচ্ছে ডানা,
খামখেয়ালের সুরের তারে—
বুঝি ওসব বলতে মানা।

কার জন্য গোমরানো বুক,
কার দোষে তোর ইচ্ছে-মরন?
মনের কোনের কোন সে অসুখ?
কোন অভিমান? কোন সে ক্ষরণ?

একটিবারও বললি না তুই,
একাই নিলি সব অপমান—
থাকল কেবল অশ্রুভাঙ্গা
আপশোষ আর প্রাণহীন প্রান।

সব বেদনার রং আজও নীল,
তোর অভিমান, তুলির আঁচড়,
টাটকা আজও। জড়িয়ে আছে
যা দিয়েছিস, যা ছিল তোর।

পেরিয়ে এলাম একটা বছর,
আমার জন্য অনেক সময়।
হারিয়ে গেছে সঙ্গী, শহর;
বুক জুড়ে আজ যন্ত্রণা ভয়।।

In loving memory of my sister Sancheeta who choose the other way of life one year ago, leaving behind 'Sensitivity', her immortal creations. RIP sis... I miss you a lot...

5 comments:

  1. কার জন্য গোমরানো বুক,
    কার দোষে তোর ইচ্ছে-মরন?
    মনের কোনের কোন সে অসুখ?
    কোন অভিমান? কোন সে ক্ষরণ?....

    the expression of Pain.... so touchy... hats off...

    ReplyDelete
  2. ei tulir anchor ei jege ache abong thakbe se

    ReplyDelete