Thursday, October 20, 2016

মৃতালাপ - ৪
















এখানে বাতাস নেই,
এখানে বকুলগন্ধ জন্মের আগে থেকেই মৃত।
এখানে আগুনও নেই,
শুধু ঝলসানো বোবা ক্যাকটাস ইতস্তত।


ধূসর আকাশ থেকে
আলকাতরার মতো তেজস্ক্রিয়তা টুপটাপ,
প্রাচীন দেওয়াল থেকে
শব্দের বুদবুদ অসহায়, হারায় উত্তাপ।


অলৌকিক শীত আর মায়াবী অন্ধকার
সহাবস্থানের অর্থ বোঝায়।
পুঁজ-রক্ত-বিষ-ক্ষত- মৃত হাহাকার,
নৈশাহারের প্লেট নিমেষে সাজায়।


এখানে বকুল নেই। থাকলে বাতাস জন্মাত।

যেকোনো জীবনেই শোক দরকার, নিয়মিত।।



Photo Courtesy: Sayantan Mukherjee

Tuesday, January 20, 2015

Wednesday, April 30, 2014

একটি অরাজনৈতিক কবিতা












আমার গায়ের রং লাল বা সবুজ ছিল না।
তবুও চিনে ফেলল ওরা!!
শুধু ক্ষোভ ছিল খুচরো কিছু, সস্তা তত্বের মতো—
অলৌকিক সমাজ কিংবা স্বার্থহীন স্বপ্নের স্পর্ধা
ছিল কিনা ভাবিনি কখনো।
নদীবক্ষ বলে আদপে কিছু নেই মনে হয়।
এপাড় বা ওপাড়, কোন্‌ দিকের তুমি?
কোন্‌ ছাপের বা রঙের? ঠিক কোন্‌ গড়ন বলতো?

তুমি মাঝে আছো? তাহলে মরেছ আমারই মতো।

গনতন্ত্রের মানে নখে কালি সাতদিন। বুঝে নাও।
যদি না বুঝতে চাও, একান্তই রাজদ্রোহী হও,
তবে এসো খেলি নতুন এক খেলা।

আমার রঙটা ওরা ভুল চিনেছে; তাই
এবার নিজেকে আমি চিনে নেব ঠিক।

এসো আমরা যুদ্ধ যুদ্ধ খেলি, কিংবা লুকোচুরি,
রক্তের বদলে রক্ত, বিপ্লবের বদলে বিপ্লব, অথবা—
বামপন্থার বদলে বামপন্থা—

শুধু মনে রেখো বন্ধু, ইতিহাস ক্ষমাশীল নয়..।।

Illustration: Self

Tuesday, April 15, 2014

একলা..



একরাশ উথাল পাথাল আর
একমুঠো নরম আদর,
যদিও অপ্রত্যাশিত। তবু
শরীরে শরীরে আসে জ্বর।
থেকে যাবে উষ্ণতা, ওম্‌
স্মৃতিকে পোড়াবে বারবার।
বাকিটা ‘যদি’ তে তোলা থাক,
প্রতীক্ষা নিরহংকার...।।


সবাইকে জানাই শুভ একলা বৈশাখ
Illustration: Self

Monday, March 24, 2014

সেঁকোবিষ - ১


















অন্ধকারে ঠিকরে ওঠা আলোয়
স্পষ্ট হল তোমার অবয়ব।
আমার কোন অধিকার ছিলনা,
ফিরতি পথে ডিস্কো ফেরত মব্‌
পেরিয়ে এলাম। একলা গলির শেষে
চোখ রাঙাচ্ছে অবাধ্য শৈশব।
এপর্যন্ত চেনা ছকেই ছিল, শুধু

লেখার জোরে হল না বিপ্লব...।।



*Picture source: Internet

Saturday, December 14, 2013

যাপন..


হাতেখড়ি
সাদা পাতা, কালো কালি,
খেলাঘর গড়ি খালি..

কৈশোর
এসো স্বপ্ন, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার,একসাথে..

প্রেম
এক রাত, দু’রাত, তিন রাত, সব রাত...
থেকে যাব, চোখে চাঁদ, কাঁধে মাথা, হাতে হাত..
  
সংসার
দু’-এক পশলা বৃষ্টিতে ভরে উঠবে মন,
পল্লবিত সবুজেই জীবন বন্ধন,
                         তোর সাথে..

বিচ্ছেদ
কথার উপর  কথা, তাসের উপর তাস
একটা ঝড়ে উড়ল জীবন, আমার সর্বনাশ।

বিরহ 
ভাষা আছে কথা নেই, গানে সুর তাল...
আমি আছি, মন নেই। শরীর, কঙ্কাল।

প্রত্যয়
অস্থির অবয়ব ভেঙ্গে যায়, কাচ
ছেঁড়া পাতা জোড়া দিয়ে এইবেলা বাঁচ..
  
পরকীয়া
সূর্য যতই টানুক, তাতে ঘুরুক দুনিয়া,
চাঁদের টানেই উঠবে জোয়ার, তুফান দরিয়া...

শাশ্বত
তুমি কার ?
কে তোমার?
কে কার owner?
কেউ কারো না

তোমার জন্য কে ?
আর কার জন্য তুমি ?
আমার জন্য আমিই আছি,
স্ব - অন্তর্যামী... 
কবিতাটি “কথা তো বলার জন্যেই” Blog (e-magazine)-এ পূর্বে প্রকাশিত (http://kothaspecial.blogspot.in/2012/10/japon.html)। অনেকগুলো অনুকবিতা কে এক সুরে বাঁধার চেষ্টা