Tuesday, January 24, 2012

রূপকথা, তোমায় ভালবাসিরূপকথার রূপ ভালোবাসি,
কথা, ছাতিম ফুল, অসময়ের হাসি.

ভোর আমার, ভোর তোমার
অন্তহীন  আলো, রাশি রাশি.

রাশি, রূপ কথা ভালোবাসি,
সোহাগ তন্দ্রা বুকের ভিতর
কলম কালি, রূপ কথা মাখামাখি.

তোমায়  আজও লিখে রাখি
রূপকথায়  ভালোবাসি.