Thursday, January 3, 2013

ন্যু-ইয়ার্স


আরেকটা ছোট্ট রাত—
অন্যান্য দিনের মতোই কামনা ভরা,
তফাত কেবল চাকচিক্যে।
আকাশে রঙের আগুন লেগেছে,
গুহার ভিতর খণ্ড হচ্ছে প্রত্যাশা।

চোখ জড়ানো,
ফুর্তির সাতান্ন তম উপমা—
ন্যু-ইয়ার্স, পার্ক স্ট্রীট, যৌবন।
আলোর নীচে অন্ধকার চিরন্তন।

কোমড়ে হাত,স্বল্প বসন সুন্দরী;
চোখের তারায় মদির আগুন
অন্ধকারে শরীরি ডাক, হাতছানি।

স্পর্শ অনেক, নাচের টানে ডিস্কোথেক;
অল্প তরল, স্বল্প কিছু সারল্য
ঠোঁটের কোনে লালচে দাগ লিপস্টিকের।

মেট্রো দারুন উদারপন্থী, সেক্সুয়াল;
লালবাতি জীপ, সোনাগাছি অন্ধকার,
বাড়লে নেশা, ট্যাক্সি ভাড়া, সেই বাওয়াল।

অভ্যেস নেই, হোটেল বুকিং প্রথমবার;
মাথায় সিঁদুর, একটা রাতের সুখ-সাথী
সকাল হলেই সবাই নিজের, পগার পার।

ঝোপ বুঝে কোপ মারছে সবাই, আড়কাঠি;
উঠতে গেলে বসের সাথে দু একবার…
লেট নাইটের পার্টির শেষে একলাঘর।

ন্যু-ইয়ার্সের সেলিব্রেশন চূড়ান্ত;
আড়াল পেলে সেই বসেরই বাপান্ত—
               এসব নিয়েই বিদায় তোমায়, ডিসেম্বর।।

Picture Courtesy: Monalisa Dutta

2 comments:

  1. bes bes ...

    'jabotio abhhes jodi thakloi ba ...
    ediner sob kichui tobu prothom bar
    somoy asar apekhate byastota...'

    ReplyDelete