Tuesday, December 4, 2012

এসো প্রেম...











কোন স্থানই শূন্য থাকে না।
পাশাপাশি বসে থাকা, একসাথে।
অগম্য নৈঃশব্দ্য। তবু
শব্দহীন ভাবনারা বয়ে যায়।

এসো সব দূরত্বকে অতিক্রম করে,
চলো মিশে যাবো। যেমন
জলে মেশে জল।
কোন স্থান শূন্য রাখব না।

যে যা বলে বলুক,
হয়তো শরীর-সর্বস্ব, তবু
শূন্যতায় একবার মরে যেতে চেয়ে—
এসো প্রেম খেলি ভরাট ভরাট খেলা,
                             একসাথে।

তোমার আমার মাঝে কোন শূন্যস্থান নেই ।।

Wednesday, November 7, 2012

নভেম্বর..


















রাত গভীর হলো।
ভোর হতে বাকী নেই বেশী,
ঘরগুলো নিস্তব্ধ, ঘুমন্ত---
এখন নভেম্বর...

টুপ্ টাপ, টুপ্ টাপ, চুপচাপ
সূতীক্ষ্ণ নৈঃশব্দে ঝড়ে পরা।
আবছা একটুকরো চাঁদ,
ভেপারটাও ঝাপসা, ম্লান আলো
একাকীত্বে, যৌবন স্বপ্ন প্রতীক্ষায়।
এখন নভেম্বর...


একটা রাতচরা ডেকে যায় অতর্কিতে,
সিগারেট পুড়ে যায়,হয়তো বিতৃষ্ণায়।
এবার সব ঋণ শোধ হবে,
এবার নতুন কিছু,
ওঃ স্বপ্ন---
এখন নভেম্বর...

সব গাছ কুয়াশার আদরে সমর্পিত।
বছরের প্রথম কুয়াশা আর..
আয় শীত, আয় ভালবাসা,
আয় শীত, আয়...
এসো ভালবাসা..
এখন নভেম্বর...

কুয়াশা জড়িয়ে আছে এ জীবন;
বসন্ত আসবেই, পাতা ঝরে গেলে।
সেদিনও কুয়াশা ছিল, চোখের তারায়--
সেদিনও শীতের আনাগোনা ছিল খুব,
সেই গত নভেম্বরে...

কীসের সংকেত শুনি, চুপচাপ,
টুপ্ টাপ, টুপ্ টাপ, চুপচাপ...
তোমার দেহের ওম নিইনি অনেকদিন।
এসো শীত মূগ্ধ অভিসারে,
এসো ভালবাসা, ভালবাসি কুয়াশা মাখা ভোরে,
তুমি এসো মুঠো ভরা উষ্ণতা নিয়ে,
আগুন জ্বালাব আজ, জ্বালাব এ মন,
শরীরে শরীর ঘষে, এই শীতে,
                                   এই নভেম্বরে...




Photo Courtesy: Sayantan Mukherjee, Dept. of Zoology, The University of Burdwan.

Monday, October 15, 2012

আবাহন














"তোর  চোখে আজ  জল কেনরে  মুখপুড়ি ?"

আকাশে  লেগেছে  সমুদ্র -নীল  কাজল,
মেঘের ওড়না ঢাকতে পারেনা যৌবন।
অবুঝ সময়ে আনন্দ মাখা গন্ধ,
হিমেল রাতের শেষে জেগে  ওঠে কাশ -বন।

কারো বুঝি ব্যস্ততা শুরু হয় ভোর রাতে 
কারো রাত একই থাকে, দিন চলে কোনমতে।
কারো চোখ নেশাতুর, চোখে চোখ জুড়ে যায় 
কারো প্রেম ছারখার, মুখ ঢাকে লজ্জায়..

কারো দিন, কারো রাত,কারো হাত ,কোন হাত
চোখ দান করে যায়  ইশ্বর ভরসায়।

কোথাও মিলন সুর, কানাকানি, গুঞ্জন 
কোথাও হতাশা ঢেকে কোনো মুখ ভাস্বর 
কেউ খোঁজে শিকড়ের টান, প্রাণ, তর্পণ 
কোথাও অন্ধ-গলি, সুমধুর কোন স্বর -
"তোর চোখে আজ জল কেন রে মুখপুড়ি ?"

কেন কোনো কিশোরীর মুখ ভার শাড়িতে !
হয়ত কোথাও কোনো কচি মন ব্যথাতুর ;
অঞ্জলি, চাওয়া পাওয়া, বাঁকা হাসি, রোদ্দুর 
অভিমানী ভালোবাসা, ভালোবাসো দাবীতে। 

মিলনের শেষ রাগে বিদায়ের বাজে সুর।
আমি, তুমি, আমরা ও সব শ্রোতা নির্বাক,
ভাঙ্গা ম্যারাপের কোনে একা ডাকে কালো কাক,
বছর ঘুরলে পাবে আগমনী রোদ্দুর।

বদলাবে কত কিছু ,
পৃথিবীর সব রঙ 
বদলাবে চাওয়া পাওয়া
জীবনের যত ঢং 
শুধু সেই কানা গলি, রঙচঙে মেয়েটা 
বিরলে চোখের জল ঝরাবে সে দু-ফোঁটা ;
নষ্ট সে মেয়েটার, দুরের আপনজন 
একই ভাবে বলবে, যে কথা চিরন্তন -

"তোর চোখে আজ জল কেন রে মুখপুড়ি ?
একবারই তো স্বীকৃতি হয় 
মাটির জন্য, মায়ের পুজোয়;
আজ চোখ মোছ, কাঁদিস না আর,
মা এসেছেন আজকে আবার ; আনন্দ কর -
এমন দিনে মায়ের মেয়ের কান্না মানায় !"

Friday, August 3, 2012

কোনো কথা আসেনা










শব্দ গহ্বরে গভীরে ডুব দিই
নতুন কোনো কথা আসেনা কলমে।

হৃদয় চেঁছে তোলা প্রেমের সব বিষ
জমছে ধমনীতে মৃত্যু ইশারায়--
যদিও ঢের বাকী জাগতে আনুবিশ
ধ্বংস ধেয়ে আসে আগুন পাহাড়ায়।

আগুন নিভে যাবে, জলের আদরে।
আদর ক্ষয়ে যাবে, সময় পোহালে।
সময় চলে যাবে যেখানে ছায়াপথ
তারার আলো মাখা আগুনে ডুবে যায়...

আগুন গহ্বরে শব্দ হাতড়াই।
নতুন ভাষা যদি কলমে খুঁজে পাই,
আদরে, আব্দারে আগুনে সাঁতড়াই,
                                            আদরে ....

Saturday, July 21, 2012

চল ফিরি...











ফালতু পথ স্বপ্নহীন
একটা গান বেসুরে
আসছে কাল শুধবো ঋণ
কাজ পেলে, সুদ সমেত।


কথার দাম, কমছে কই
বাজারদর যাচ্ছেতাই
নীল আলো নিভছে ঐ
ঠিক যেন রূপকথাই।


তারচে চল গা ভাসাই,
জুটবে ঠিক পেটের ভাত।
স্বপ্ন পথ, তরল ছাই
তোর সাথে একটা রাত...


রাত পোহালে আবার সেই ব্যাস্ত দিন
এধার ওধার গন্ধ শুঁকে গোয়েন্দা,
মাইক্রো-ফিনান্স, ধান্দাবাজির সুযোগ নিন,
বুক পকেটে লুকোনো সুখ বারান্দা।


সুখের ভ্রমর, বুক আর কোমড়, লাবন্যে
আটকে যাওয়া চটচটে ঘাম, ঠোঁটের দাগ
শরীর জুড়ে অসময়ের ভৈরবী রাগ---
তুই আর আমি চল ফিরি সেই অরন্যে...

Tuesday, June 12, 2012

যোগ-বিয়োগ









নষ্ট কোনো রাতে ছিল স্বর্গীয় ইশারা .
আগুন নিভে ছাই জমেছে,
আঁধার গলে জল--
স্পষ্ট আজও ভোরের আলোয় শরীরী চেহারা...


অলৌকিক লৌকিকতায় ঘুম ভাঙ্গছে  তোর.
শরীর কবেই ঘুমিয়ে গেছে,
মনও মরা কাঠ--
বইতে হবেই নষ্ট জীবন, স্পষ্ট জীবনভর...

Wednesday, May 30, 2012

যেমন  কবিতার  কথালাপ  ...

     




















              (১)

দিগন্ত  পুড়ছে দেখো সূর্যাস্তে.
আগুন  ঝরছে সময়ের  দু-কাঁটায়, 
জীবনের  সব  রং ঝলসেছে নীল  বিষে
শরীরের  প্রেম  ঝরে দু-ফোটায়
                                        চোখে...

                (২)

আমাকে দেখছি মরা কাকের  চোখে জল,
রাংতা ছাড়ালে সবই  গোল,  ফুটবল,
সমস্যা আজগুবী, সমাধান  ও  হতাশ
তবুও  খুঁজছি, পোড়া মনের  হাহুতাশ.
স্বপ্নের  ডানা নেই,  শুকনো গোলাপ--
আহুতিতে আছে  শুধু  গ্লানি.
জন্মদাগের  মতো কালো অভিশাপ, 
আগুনের  দাম,  আমি জানি
গোপন   অন্ধকারে রক্তের  ছাপ
সইবে না, ওগো দরদিনী...

              (৩)

তুমি নাকি ভুলেই  গেছো আমায়  আজ?
অন্য কারো সঙ্গীপ্রিয়া, 'আমার'  না !
চাঁদ  ছুঁয়েছ ,  আকাশ - কুসুম  সাফল্য
ঝড়ের  মুখে তলিয়ে গেছে আমার  নাম !
তোমার  দেহে টাটকা আমার  প্রেমের  দাগ,
তোমার  মুখে মিথ্যে কথা মানায়  না ...


#"ছেঁড়াখাম" (২০০৮)  পত্রিকায়  পূর্বে প্রকাশিত 

Tuesday, January 24, 2012

রূপকথা, তোমায় ভালবাসি















রূপকথার রূপ ভালোবাসি,
কথা, ছাতিম ফুল, অসময়ের হাসি.

ভোর আমার, ভোর তোমার
অন্তহীন  আলো, রাশি রাশি.

রাশি, রূপ কথা ভালোবাসি,
সোহাগ তন্দ্রা বুকের ভিতর
কলম কালি, রূপ কথা মাখামাখি.

তোমায়  আজও লিখে রাখি
রূপকথায়  ভালোবাসি.