Tuesday, August 2, 2011

সেই সব প্রেমের কবিতা - ২৩
লালচে ধুলোয় ঢেকে গেছে পায়ের পাতা...

      শাল-পিয়ালের জংলি মেয়ে
      কি দেখছিস অমন চেয়ে ?
      ধরা দিয়েও পালিয়ে গেলি,
      এ কীরকম ব্যভার বটে ?
      ভাবছিস কি, আদর পাবি !
      দেখব কেমন পাগল জোটে...!
      আদরখাকি, এইবেলা আয়,
      উড়ব দুজন মাতাল হাওয়ায়...

শরীর জুড়ে লালচে সুখের হাতছানি,
তোমার ধুলোয় ঢাকতে চেয়ে, হাত-পা-মাথা
                                                        মুখখানি ...