Wednesday, May 30, 2012

যেমন  কবিতার  কথালাপ  ...

     
              (১)

দিগন্ত  পুড়ছে দেখো সূর্যাস্তে.
আগুন  ঝরছে সময়ের  দু-কাঁটায়, 
জীবনের  সব  রং ঝলসেছে নীল  বিষে
শরীরের  প্রেম  ঝরে দু-ফোটায়
                                        চোখে...

                (২)

আমাকে দেখছি মরা কাকের  চোখে জল,
রাংতা ছাড়ালে সবই  গোল,  ফুটবল,
সমস্যা আজগুবী, সমাধান  ও  হতাশ
তবুও  খুঁজছি, পোড়া মনের  হাহুতাশ.
স্বপ্নের  ডানা নেই,  শুকনো গোলাপ--
আহুতিতে আছে  শুধু  গ্লানি.
জন্মদাগের  মতো কালো অভিশাপ, 
আগুনের  দাম,  আমি জানি
গোপন   অন্ধকারে রক্তের  ছাপ
সইবে না, ওগো দরদিনী...

              (৩)

তুমি নাকি ভুলেই  গেছো আমায়  আজ?
অন্য কারো সঙ্গীপ্রিয়া, 'আমার'  না !
চাঁদ  ছুঁয়েছ ,  আকাশ - কুসুম  সাফল্য
ঝড়ের  মুখে তলিয়ে গেছে আমার  নাম !
তোমার  দেহে টাটকা আমার  প্রেমের  দাগ,
তোমার  মুখে মিথ্যে কথা মানায়  না ...


#"ছেঁড়াখাম" (২০০৮)  পত্রিকায়  পূর্বে প্রকাশিত