Monday, June 6, 2011

শ্রাবণ...


বাতাসের চেয়ে দ্রুত, অস্থির কোলাহল
তোমার চলে যাওয়ার পশ্চাদগামী আজও.
চিন্হ থেকে চিন্হে সোপানে সোপান তোলে কারিগর মন.

মুহুর্তের ভালো লাগা আবেশে
স্বপ্ন-সুখ, স্বপ্ন-স্বপ্ন সুখ
আর দু-চোখের জলছবি ভেসে ওঠে মনে.

উপত্যকা-আরোহন-চুম্বন শেষে,
অসহ্য আল্হাদে একত্রিত ঝড়ে পড়া
তোমার যন্ত্রনাতে--আমার গভীরে, গোপনে.

এভাবেই শূন্য থেকে রূপ-আরোহন,
এভাবেই অভিপ্রেত নিশ্চিত আশ্রয়--
ভেঙ্গে গেল কোনো এক ঝড়ে, বাতাসের টানে.

অনিবার্য ধ্বংস রোমন্থন,
আর সমস্ত ভাবনা ছিঁড়ে-খুঁড়ে
অমলিন দু-চোখের পাতায়,
                                   অঝোর শ্রাবণ.....

2 comments:

  1. tomar srabon sushe nebe amar grisho mon.....

    ReplyDelete
  2. ঝরে পড়বে ভালবাসা বৃষ্টি হয়ে,

    ঝরে পড়ুক গ্রীষ্ম মনে শব্দ হয়ে...

    ReplyDelete