Wednesday, June 1, 2011

রোজ, প্রতি রাতে











তোমার স্বপ্নের বাঁধাগতে পাক খেতে খেতে
ক্রমশ তলিয়ে যাচ্ছি আরো অনিশ্চয়তায়.
আর কোনো এক ভোরের অপেক্ষায়
অবিরাম বেঁচে থাকা; জেগে বেঁচে থাকি --
সেই অলৌকিক ভোরে যদি তুমি একবার
মৃত আমাকেই দ্যাখো স্বপ্নে হারিয়ে যেতে,
ভয়ে কেঁপে উঠে আবার আঁকড়ে ধরো
আমার জাগ্রত শরীর --
তোমার সেই স্বপ্ন সত্যি হোক, আমার আকাঙ্খায়.

রাত চলে যায়.  স্বপ্ন-সুখ খেলা করে তোমার দুচোখে. 
দিন কেটে যায়.  নৈবর্ক্তিক বোঝাপড়া-দায়িত্ব-উচ্চাশা
ঢেউ ভাঙ্গে, ভাঙ্গে, ঢেউ ভাঙ্গে --
আবার নতুন কোনো স্বপ্ন উঁকি দেয় এবাঁকে ওবাঁকে.

এখনো বিলম্ব কেন ??  একবার সখী ভোররাতে --
আনমনে, অচেতনে, আমার মৃত্যুস্বপ্ন দ্যাখো --
এবার সত্যি হবে.  ঢেউ ভেঙ্গে অশ্রু বানাব.
ঘুমাবো শান্তির ঘুম, তারপর, রোজ প্রতিরাতে...

1 comment: