Wednesday, November 7, 2012

নভেম্বর..


















রাত গভীর হলো।
ভোর হতে বাকী নেই বেশী,
ঘরগুলো নিস্তব্ধ, ঘুমন্ত---
এখন নভেম্বর...

টুপ্ টাপ, টুপ্ টাপ, চুপচাপ
সূতীক্ষ্ণ নৈঃশব্দে ঝড়ে পরা।
আবছা একটুকরো চাঁদ,
ভেপারটাও ঝাপসা, ম্লান আলো
একাকীত্বে, যৌবন স্বপ্ন প্রতীক্ষায়।
এখন নভেম্বর...


একটা রাতচরা ডেকে যায় অতর্কিতে,
সিগারেট পুড়ে যায়,হয়তো বিতৃষ্ণায়।
এবার সব ঋণ শোধ হবে,
এবার নতুন কিছু,
ওঃ স্বপ্ন---
এখন নভেম্বর...

সব গাছ কুয়াশার আদরে সমর্পিত।
বছরের প্রথম কুয়াশা আর..
আয় শীত, আয় ভালবাসা,
আয় শীত, আয়...
এসো ভালবাসা..
এখন নভেম্বর...

কুয়াশা জড়িয়ে আছে এ জীবন;
বসন্ত আসবেই, পাতা ঝরে গেলে।
সেদিনও কুয়াশা ছিল, চোখের তারায়--
সেদিনও শীতের আনাগোনা ছিল খুব,
সেই গত নভেম্বরে...

কীসের সংকেত শুনি, চুপচাপ,
টুপ্ টাপ, টুপ্ টাপ, চুপচাপ...
তোমার দেহের ওম নিইনি অনেকদিন।
এসো শীত মূগ্ধ অভিসারে,
এসো ভালবাসা, ভালবাসি কুয়াশা মাখা ভোরে,
তুমি এসো মুঠো ভরা উষ্ণতা নিয়ে,
আগুন জ্বালাব আজ, জ্বালাব এ মন,
শরীরে শরীর ঘষে, এই শীতে,
                                   এই নভেম্বরে...




Photo Courtesy: Sayantan Mukherjee, Dept. of Zoology, The University of Burdwan.

2 comments: