Saturday, July 21, 2012

চল ফিরি...











ফালতু পথ স্বপ্নহীন
একটা গান বেসুরে
আসছে কাল শুধবো ঋণ
কাজ পেলে, সুদ সমেত।


কথার দাম, কমছে কই
বাজারদর যাচ্ছেতাই
নীল আলো নিভছে ঐ
ঠিক যেন রূপকথাই।


তারচে চল গা ভাসাই,
জুটবে ঠিক পেটের ভাত।
স্বপ্ন পথ, তরল ছাই
তোর সাথে একটা রাত...


রাত পোহালে আবার সেই ব্যাস্ত দিন
এধার ওধার গন্ধ শুঁকে গোয়েন্দা,
মাইক্রো-ফিনান্স, ধান্দাবাজির সুযোগ নিন,
বুক পকেটে লুকোনো সুখ বারান্দা।


সুখের ভ্রমর, বুক আর কোমড়, লাবন্যে
আটকে যাওয়া চটচটে ঘাম, ঠোঁটের দাগ
শরীর জুড়ে অসময়ের ভৈরবী রাগ---
তুই আর আমি চল ফিরি সেই অরন্যে...

10 comments:

  1. নীল, আবার একটা ভাল কবিতা উপহার দিলেন। বেশ লাগলো... এবং আবার, এটাও 'কথা'র জন্য ঝেড়ে নিতে চাই... দেবেন? প্লি-ই-জ? :)

    ReplyDelete
  2. প্রিয় সুনন্দ বাবু, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এই কবিতাটি আমার নিজের খুব একটা ভালো লাগেনি, একটু কাঁচা হয়ে গেছে। আপনি এটা প্রকাশ করার ব্যাপারে আরেকটু ভাবুন। এমনিতে আমার কোনো আপত্তি নেই।

    ReplyDelete
    Replies
    1. আমার সামান্য আপত্তি এই দুই লাইনে..."নীল আলো নিভছে ঐ/
      ঠিক যেন রূপকথাই।"
      প্রথমত, 'নীলচে' হলে ছন্দটা বজায় থাকে... আর তারপরের লাইনে শব্দগুলো যদি একটু পালটাতো... আর শেষ লাইনে 'তুই আর আমি' র বদলে কিছু বসানো?
      এ ছাড়া তো আমার কবিতাটা বেশ লেগেছে... অর্থ, ভঙ্গি... সবই... :)

      Delete
    2. প্রিয় সুনন্দ বাবু,

      "নীল আলো নিভছে ঐ
      ঠিক যেন রূপকথাই।"
      এইখানটা কিরকম হলে ভাল হয় আপনি একটু ভাবুন। তবে শেষ পঙতি তে "তুই আর আমি" টা পরিবর্তন করার ইচ্ছা আমার নেই।

      Delete
    3. আরে, না না, এ সম্পূর্ণ আপনার prerogative. আপনি বললেই আমি অবিকল তুলে নেবো 'কথা'র পাতায়... :)

      Delete
    4. প্রিয় সুনন্দ বাবু,
      আমি অত ভেবে বলিনি। মন থেকেই আপনাকে ভাবতে বললাম এই দু লাইন নিয়ে--
      "নীল আলো নিভছে ঐ
      ঠিক যেন রূপকথাই।"

      আর শেষটা এরকমই থাক।
      আপনার উত্তরের অপেক্ষায় থাকবো।

      Delete
  3. priyo neel babu anek din par apnar kobita porlam khub khub bhalo laglo........kothato bolar jonnno te je duto chapa hoyeche se duto khub bhalo.. likhte thakun.

    ReplyDelete