Thursday, December 1, 2011

মৃতালাপ













বিছানায় এখনো লেগে আছে
চটচটে সুখ...
টিভির নীলচে স্ক্রীনে হঠাত থমকে গেছে
দ্রুত ওঠাপড়া...
মেঝেয় শোয়ানো তুমি,
মনে হচ্ছে ঘুমাচ্ছ হাজার বছরের ঘুম.
উত্সুক চোখ আর ক্যামেরার লেন্সে
বিদ্ধ হচ্ছে তোমার মৃত নগ্নতা;
নতুন করে ধর্ষিতা হচ্ছো, যদিও প্রাণহীন...
পোস্ট মর্টেম, হেডলাইন, কয়েকদিন...
তারপর.....      সেই তো বিস্মৃতি---

কিসের নেশায় তোমার যোনিতে রক্ত আজ ??
কোন অপরাধে গলায় বুকে কালশিটে ??



কেউ আমাকে একটা সাদা কাপড় দিতে পারো ???
পৃথিবীর কাছে আর কোনো চাওয়া নেই......

(Dedicated to the Eaternal Soul of my dear friend Saggy...)

Tuesday, August 2, 2011

সেই সব প্রেমের কবিতা - ২৩
















লালচে ধুলোয় ঢেকে গেছে পায়ের পাতা...

      শাল-পিয়ালের জংলি মেয়ে
      কি দেখছিস অমন চেয়ে ?
      ধরা দিয়েও পালিয়ে গেলি,
      এ কীরকম ব্যভার বটে ?
      ভাবছিস কি, আদর পাবি !
      দেখব কেমন পাগল জোটে...!
      আদরখাকি, এইবেলা আয়,
      উড়ব দুজন মাতাল হাওয়ায়...

শরীর জুড়ে লালচে সুখের হাতছানি,
তোমার ধুলোয় ঢাকতে চেয়ে, হাত-পা-মাথা
                                                        মুখখানি ... 

Friday, July 29, 2011

বউ কথা কও...

মাঝে মাঝে ভীষন বৃষ্টি হতে ইচ্ছে করে. ইচ্ছা করে সব্বাইকে স্নান করাব আমার ভালবাসায়; একসাথে আমার সব প্রিয় মানুষের স্পর্শ পাব..........










ঝরে যাব...
টুপ-টাপ    টুপ-টাপ
ঝরে যাব,
সব ধুলো ধুয়ে দিতে.
সব সবুজ আর কান্নায় মিশে যাব.
কিশোরীর মন ভাঙ্গা প্রথম অশ্রু
                                    মুছে দেবো....

একটা ছাতার নিচে কাক-স্নান
দুজনের, আনন্দে লজ্জায়---
সুখে থাক !

ঝরে যাব,
সূর্যাস্তের শেষ রং মেখে.
কনে দেখা আলোয়
স্নান সেরে আরো একবার
ডেকে উঠবে, বৌ-কথা কও......
                           বউ কথা কও...

Monday, June 6, 2011

শ্রাবণ...


বাতাসের চেয়ে দ্রুত, অস্থির কোলাহল
তোমার চলে যাওয়ার পশ্চাদগামী আজও.
চিন্হ থেকে চিন্হে সোপানে সোপান তোলে কারিগর মন.

মুহুর্তের ভালো লাগা আবেশে
স্বপ্ন-সুখ, স্বপ্ন-স্বপ্ন সুখ
আর দু-চোখের জলছবি ভেসে ওঠে মনে.

উপত্যকা-আরোহন-চুম্বন শেষে,
অসহ্য আল্হাদে একত্রিত ঝড়ে পড়া
তোমার যন্ত্রনাতে--আমার গভীরে, গোপনে.

এভাবেই শূন্য থেকে রূপ-আরোহন,
এভাবেই অভিপ্রেত নিশ্চিত আশ্রয়--
ভেঙ্গে গেল কোনো এক ঝড়ে, বাতাসের টানে.

অনিবার্য ধ্বংস রোমন্থন,
আর সমস্ত ভাবনা ছিঁড়ে-খুঁড়ে
অমলিন দু-চোখের পাতায়,
                                   অঝোর শ্রাবণ.....

Friday, June 3, 2011

যদি কিচ্ছু না, যদি সবকিছু...

যদি ইচ্ছে মতন বৃষ্টি
যদি যা ইচ্ছে অনাসৃষ্টি

যদি তোর সাথে এক রাত্রি
রাতের বৃষ্টিতে ভেজা যাত্রী

যদি তোর সাথে খুব প্রেম পায়
তোর আইলাইনারে  নেই সায়

যদি বৃষ্টির সোঁদা গন্ধে
মনের সাদা-কালো দ্বিধা-দ্বন্ধে

তোর লজ্জার ব্যথা ভেঙ্গে যায়
যদি লিপস্টিক ঠোঁটে ধুয়ে যায়

যদি আগুনে আমিও ঝাঁপ দি
তোর ফর্সা দু-পায়ে ঠোঁট দি

ফাটা ঠোঁট একা মসৃন পা-য়
এক আলোকবর্ষ সুখ পায়

পায়ে সর্ষের মত প্রেম যায়--
চোখ খুলে সেই একা বিছানায়

কাটা পেন্সিল শুধু পাক খায়
কাঁচা অক্ষর গুলো ধমকায়

তবু প্রেম পায়,  যদি প্রেম পায়...!

Wednesday, June 1, 2011

রোজ, প্রতি রাতে











তোমার স্বপ্নের বাঁধাগতে পাক খেতে খেতে
ক্রমশ তলিয়ে যাচ্ছি আরো অনিশ্চয়তায়.
আর কোনো এক ভোরের অপেক্ষায়
অবিরাম বেঁচে থাকা; জেগে বেঁচে থাকি --
সেই অলৌকিক ভোরে যদি তুমি একবার
মৃত আমাকেই দ্যাখো স্বপ্নে হারিয়ে যেতে,
ভয়ে কেঁপে উঠে আবার আঁকড়ে ধরো
আমার জাগ্রত শরীর --
তোমার সেই স্বপ্ন সত্যি হোক, আমার আকাঙ্খায়.

রাত চলে যায়.  স্বপ্ন-সুখ খেলা করে তোমার দুচোখে. 
দিন কেটে যায়.  নৈবর্ক্তিক বোঝাপড়া-দায়িত্ব-উচ্চাশা
ঢেউ ভাঙ্গে, ভাঙ্গে, ঢেউ ভাঙ্গে --
আবার নতুন কোনো স্বপ্ন উঁকি দেয় এবাঁকে ওবাঁকে.

এখনো বিলম্ব কেন ??  একবার সখী ভোররাতে --
আনমনে, অচেতনে, আমার মৃত্যুস্বপ্ন দ্যাখো --
এবার সত্যি হবে.  ঢেউ ভেঙ্গে অশ্রু বানাব.
ঘুমাবো শান্তির ঘুম, তারপর, রোজ প্রতিরাতে...

Wednesday, April 27, 2011

sobde gatha mala


Custom image






শব্দেরা দিন জাগে
শব্দের প্রলোভনে সপ্ন দেখে রাত.
জাগে প্রেম জগত বিশ্রাম
কড়ি খেলায়ে হার জিত বোকা বাক্স.
ও গুলো তোমার, আমি  মনে 
করে গেথে গেলাম 
সময়ে করে পরে নিও নিশা অন্ত কালে. 
   

Monday, March 28, 2011

স্ব-মরণ

মধ্যান্বে ঝরে পড়া নক্ষত্রের শেষ ইচ্ছারা
অন্তিম সুখের খোঁজে রক্তিম আপেল খুঁটে খায়.
চাদরে লেগে থাকা চটচটে সুখের আবেশে
মৃত্যুর আল্পনা আবৃত নগ্ন কুয়াশায়,
দু-চারটে নীল ছবি স্মৃতি থেকে ডানা ঝাপটায়.
আর স্বপ্নের ভিতর থেকে জেগে ওঠা ঘুমপরী,
আর ঘুমের ভিতর থেকে স্বপ্নে জেগে ওঠা পরী,
আর পরীর স্বপ্ন থেকে জেগে ওঠা ঘুমের ভিতরে---
কয়েকটা ঘুমের ওষুধের খালি স্ট্রীপে,
চিন্হ থেকে যায়---
                                                      নক্ষত্রের ইচ্ছাসুখের ঝরে যাওয়ার..... 

Saturday, March 19, 2011

ghum

ghum tomae jagiye rakhe, raatri tan tan.
ghum amar jontronader agle bolidaan,
ghum ek bishforoner shakkhi majh nadi,
ghum jar khorone khorone tumi bilombito biroti.

Friday, March 18, 2011

তোর সাথে...

এক রাত,  দু রাত,  তিন রাত,  সব রাত
থেকে যাব, কাঁধে মাথা, চোখে চোখ, হাতে হাত... 

Tuesday, March 8, 2011

আজ আর কোনো কথা নেই

আজ       দেয়াল ফুঁড়ে চাঁদ এসেছে ঘরে,
আর       স্বপ্নে দেখি তোমার পারা-পার   
কোনো    অচেনা মন, মনের রূপকথা--
কথা       ফুরিয়ে গেলে সুতীব্র চুম্বন.
নেই        তুমিই শুধু, আর তো সবই এক--
                 সেই স্বপ্নে দেখা পুরনো যৌবন

Monday, March 7, 2011

ওঃ... স্বপ্ন...



নীল মৃত্যু শাশ্বত,
একা তবু একা নয়-
তোমাকে জড়িয়ে এ জীবন

জ্যোত্স্না অনেক বাকি,
আমিও phoenix পাখি,
শুষে নেব তোমার আগুন..