অন্তিম সুখের খোঁজে রক্তিম আপেল খুঁটে খায়.
চাদরে লেগে থাকা চটচটে সুখের আবেশে
মৃত্যুর আল্পনা আবৃত নগ্ন কুয়াশায়,
দু-চারটে নীল ছবি স্মৃতি থেকে ডানা ঝাপটায়.
আর স্বপ্নের ভিতর থেকে জেগে ওঠা ঘুমপরী,
আর ঘুমের ভিতর থেকে স্বপ্নে জেগে ওঠা পরী,
আর পরীর স্বপ্ন থেকে জেগে ওঠা ঘুমের ভিতরে---
কয়েকটা ঘুমের ওষুধের খালি স্ট্রীপে,
চিন্হ থেকে যায়---
নক্ষত্রের ইচ্ছাসুখের ঝরে যাওয়ার.....
besh valo hyeche...ertheke besi ami r bolbona..
ReplyDeleteklanti klanto ghumer opor vor diye boddo sukhi.
ReplyDeletesurrealism
ReplyDeletespeechless !!!
ReplyDelete