বিছানায় এখনো লেগে আছে
চটচটে সুখ...
টিভির নীলচে স্ক্রীনে হঠাত থমকে গেছে
দ্রুত ওঠাপড়া...
মেঝেয় শোয়ানো তুমি,
মনে হচ্ছে ঘুমাচ্ছ হাজার বছরের ঘুম.
উত্সুক চোখ আর ক্যামেরার লেন্সে
বিদ্ধ হচ্ছে তোমার মৃত নগ্নতা;
নতুন করে ধর্ষিতা হচ্ছো, যদিও প্রাণহীন...
পোস্ট মর্টেম, হেডলাইন, কয়েকদিন...
তারপর..... সেই তো বিস্মৃতি---
কিসের নেশায় তোমার যোনিতে রক্ত আজ ??
কোন অপরাধে গলায় বুকে কালশিটে ??
কেউ আমাকে একটা সাদা কাপড় দিতে পারো ???
পৃথিবীর কাছে আর কোনো চাওয়া নেই......
(Dedicated to the Eaternal Soul of my dear friend Saggy...)
Fantacy ta ki intentional???
ReplyDelete"সেই তো বিস্মৃতি " ?? kemon jeno KaNtar moto laglo @Archya
ReplyDeletebhison tatka alape joriye achhe mrittur songlap. chirotore daag ta roye gelo, sudhu se roilo na rokte, mangshe.
ReplyDelete@da gr8 man, nischoi..
ReplyDeleteলেখাতে দম আছে - ভাল লাগা রইলো।
ReplyDeleteOshadharon
ReplyDeleteOshadharon
ReplyDelete