Saturday, December 14, 2013

যাপন..


হাতেখড়ি
সাদা পাতা, কালো কালি,
খেলাঘর গড়ি খালি..

কৈশোর
এসো স্বপ্ন, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার,একসাথে..

প্রেম
এক রাত, দু’রাত, তিন রাত, সব রাত...
থেকে যাব, চোখে চাঁদ, কাঁধে মাথা, হাতে হাত..
  
সংসার
দু’-এক পশলা বৃষ্টিতে ভরে উঠবে মন,
পল্লবিত সবুজেই জীবন বন্ধন,
                         তোর সাথে..

বিচ্ছেদ
কথার উপর  কথা, তাসের উপর তাস
একটা ঝড়ে উড়ল জীবন, আমার সর্বনাশ।

বিরহ 
ভাষা আছে কথা নেই, গানে সুর তাল...
আমি আছি, মন নেই। শরীর, কঙ্কাল।

প্রত্যয়
অস্থির অবয়ব ভেঙ্গে যায়, কাচ
ছেঁড়া পাতা জোড়া দিয়ে এইবেলা বাঁচ..
  
পরকীয়া
সূর্য যতই টানুক, তাতে ঘুরুক দুনিয়া,
চাঁদের টানেই উঠবে জোয়ার, তুফান দরিয়া...

শাশ্বত
তুমি কার ?
কে তোমার?
কে কার owner?
কেউ কারো না

তোমার জন্য কে ?
আর কার জন্য তুমি ?
আমার জন্য আমিই আছি,
স্ব - অন্তর্যামী... 
কবিতাটি “কথা তো বলার জন্যেই” Blog (e-magazine)-এ পূর্বে প্রকাশিত (http://kothaspecial.blogspot.in/2012/10/japon.html)। অনেকগুলো অনুকবিতা কে এক সুরে বাঁধার চেষ্টা

5 comments:

  1. awesome... আমার জন্য আমিই আছি,
    স্ব - অন্তর্যামী... :-)

    ReplyDelete
  2. স্বপ্ন কি কৈশোর এর সাথে সাথে শেষ হয়ে যায় নাকি বাড়ো হয়?

    ReplyDelete
  3. swapno dekhata bodh hoy koishore suru hoy

    ReplyDelete
  4. এই লেখাটা অসম্ভব ভালো। ভীষণ গুনগুন করছে শব্দগুলো মাথায়

    ReplyDelete