এখানে বাতাস নেই,
এখানে বকুলগন্ধ জন্মের আগে থেকেই মৃত।
এখানে আগুনও নেই,
শুধু ঝলসানো বোবা ক্যাকটাস ইতস্তত।
ধূসর আকাশ থেকে
আলকাতরার মতো তেজস্ক্রিয়তা টুপটাপ,
প্রাচীন দেওয়াল থেকে
শব্দের বুদবুদ অসহায়, হারায় উত্তাপ।
আলকাতরার মতো তেজস্ক্রিয়তা টুপটাপ,
প্রাচীন দেওয়াল থেকে
শব্দের বুদবুদ অসহায়, হারায় উত্তাপ।
অলৌকিক শীত আর মায়াবী অন্ধকার
সহাবস্থানের অর্থ বোঝায়।
পুঁজ-রক্ত-বিষ-ক্ষত- মৃত হাহাকার,
নৈশাহারের প্লেট নিমেষে সাজায়।
সহাবস্থানের অর্থ বোঝায়।
পুঁজ-রক্ত-বিষ-ক্ষত- মৃত হাহাকার,
নৈশাহারের প্লেট নিমেষে সাজায়।
এখানে বকুল নেই। থাকলে বাতাস জন্মাত।
যেকোনো জীবনেই শোক দরকার, নিয়মিত।।
Photo Courtesy: Sayantan Mukherjee