Wednesday, April 30, 2014

একটি অরাজনৈতিক কবিতা












আমার গায়ের রং লাল বা সবুজ ছিল না।
তবুও চিনে ফেলল ওরা!!
শুধু ক্ষোভ ছিল খুচরো কিছু, সস্তা তত্বের মতো—
অলৌকিক সমাজ কিংবা স্বার্থহীন স্বপ্নের স্পর্ধা
ছিল কিনা ভাবিনি কখনো।
নদীবক্ষ বলে আদপে কিছু নেই মনে হয়।
এপাড় বা ওপাড়, কোন্‌ দিকের তুমি?
কোন্‌ ছাপের বা রঙের? ঠিক কোন্‌ গড়ন বলতো?

তুমি মাঝে আছো? তাহলে মরেছ আমারই মতো।

গনতন্ত্রের মানে নখে কালি সাতদিন। বুঝে নাও।
যদি না বুঝতে চাও, একান্তই রাজদ্রোহী হও,
তবে এসো খেলি নতুন এক খেলা।

আমার রঙটা ওরা ভুল চিনেছে; তাই
এবার নিজেকে আমি চিনে নেব ঠিক।

এসো আমরা যুদ্ধ যুদ্ধ খেলি, কিংবা লুকোচুরি,
রক্তের বদলে রক্ত, বিপ্লবের বদলে বিপ্লব, অথবা—
বামপন্থার বদলে বামপন্থা—

শুধু মনে রেখো বন্ধু, ইতিহাস ক্ষমাশীল নয়..।।

Illustration: Self

Tuesday, April 15, 2014

একলা..



একরাশ উথাল পাথাল আর
একমুঠো নরম আদর,
যদিও অপ্রত্যাশিত। তবু
শরীরে শরীরে আসে জ্বর।
থেকে যাবে উষ্ণতা, ওম্‌
স্মৃতিকে পোড়াবে বারবার।
বাকিটা ‘যদি’ তে তোলা থাক,
প্রতীক্ষা নিরহংকার...।।


সবাইকে জানাই শুভ একলা বৈশাখ
Illustration: Self