Friday, August 3, 2012

কোনো কথা আসেনা










শব্দ গহ্বরে গভীরে ডুব দিই
নতুন কোনো কথা আসেনা কলমে।

হৃদয় চেঁছে তোলা প্রেমের সব বিষ
জমছে ধমনীতে মৃত্যু ইশারায়--
যদিও ঢের বাকী জাগতে আনুবিশ
ধ্বংস ধেয়ে আসে আগুন পাহাড়ায়।

আগুন নিভে যাবে, জলের আদরে।
আদর ক্ষয়ে যাবে, সময় পোহালে।
সময় চলে যাবে যেখানে ছায়াপথ
তারার আলো মাখা আগুনে ডুবে যায়...

আগুন গহ্বরে শব্দ হাতড়াই।
নতুন ভাষা যদি কলমে খুঁজে পাই,
আদরে, আব্দারে আগুনে সাঁতড়াই,
                                            আদরে ....