Monday, June 6, 2011

শ্রাবণ...


বাতাসের চেয়ে দ্রুত, অস্থির কোলাহল
তোমার চলে যাওয়ার পশ্চাদগামী আজও.
চিন্হ থেকে চিন্হে সোপানে সোপান তোলে কারিগর মন.

মুহুর্তের ভালো লাগা আবেশে
স্বপ্ন-সুখ, স্বপ্ন-স্বপ্ন সুখ
আর দু-চোখের জলছবি ভেসে ওঠে মনে.

উপত্যকা-আরোহন-চুম্বন শেষে,
অসহ্য আল্হাদে একত্রিত ঝড়ে পড়া
তোমার যন্ত্রনাতে--আমার গভীরে, গোপনে.

এভাবেই শূন্য থেকে রূপ-আরোহন,
এভাবেই অভিপ্রেত নিশ্চিত আশ্রয়--
ভেঙ্গে গেল কোনো এক ঝড়ে, বাতাসের টানে.

অনিবার্য ধ্বংস রোমন্থন,
আর সমস্ত ভাবনা ছিঁড়ে-খুঁড়ে
অমলিন দু-চোখের পাতায়,
                                   অঝোর শ্রাবণ.....

Friday, June 3, 2011

যদি কিচ্ছু না, যদি সবকিছু...

যদি ইচ্ছে মতন বৃষ্টি
যদি যা ইচ্ছে অনাসৃষ্টি

যদি তোর সাথে এক রাত্রি
রাতের বৃষ্টিতে ভেজা যাত্রী

যদি তোর সাথে খুব প্রেম পায়
তোর আইলাইনারে  নেই সায়

যদি বৃষ্টির সোঁদা গন্ধে
মনের সাদা-কালো দ্বিধা-দ্বন্ধে

তোর লজ্জার ব্যথা ভেঙ্গে যায়
যদি লিপস্টিক ঠোঁটে ধুয়ে যায়

যদি আগুনে আমিও ঝাঁপ দি
তোর ফর্সা দু-পায়ে ঠোঁট দি

ফাটা ঠোঁট একা মসৃন পা-য়
এক আলোকবর্ষ সুখ পায়

পায়ে সর্ষের মত প্রেম যায়--
চোখ খুলে সেই একা বিছানায়

কাটা পেন্সিল শুধু পাক খায়
কাঁচা অক্ষর গুলো ধমকায়

তবু প্রেম পায়,  যদি প্রেম পায়...!

Wednesday, June 1, 2011

রোজ, প্রতি রাতে











তোমার স্বপ্নের বাঁধাগতে পাক খেতে খেতে
ক্রমশ তলিয়ে যাচ্ছি আরো অনিশ্চয়তায়.
আর কোনো এক ভোরের অপেক্ষায়
অবিরাম বেঁচে থাকা; জেগে বেঁচে থাকি --
সেই অলৌকিক ভোরে যদি তুমি একবার
মৃত আমাকেই দ্যাখো স্বপ্নে হারিয়ে যেতে,
ভয়ে কেঁপে উঠে আবার আঁকড়ে ধরো
আমার জাগ্রত শরীর --
তোমার সেই স্বপ্ন সত্যি হোক, আমার আকাঙ্খায়.

রাত চলে যায়.  স্বপ্ন-সুখ খেলা করে তোমার দুচোখে. 
দিন কেটে যায়.  নৈবর্ক্তিক বোঝাপড়া-দায়িত্ব-উচ্চাশা
ঢেউ ভাঙ্গে, ভাঙ্গে, ঢেউ ভাঙ্গে --
আবার নতুন কোনো স্বপ্ন উঁকি দেয় এবাঁকে ওবাঁকে.

এখনো বিলম্ব কেন ??  একবার সখী ভোররাতে --
আনমনে, অচেতনে, আমার মৃত্যুস্বপ্ন দ্যাখো --
এবার সত্যি হবে.  ঢেউ ভেঙ্গে অশ্রু বানাব.
ঘুমাবো শান্তির ঘুম, তারপর, রোজ প্রতিরাতে...