Monday, March 28, 2011

স্ব-মরণ

মধ্যান্বে ঝরে পড়া নক্ষত্রের শেষ ইচ্ছারা
অন্তিম সুখের খোঁজে রক্তিম আপেল খুঁটে খায়.
চাদরে লেগে থাকা চটচটে সুখের আবেশে
মৃত্যুর আল্পনা আবৃত নগ্ন কুয়াশায়,
দু-চারটে নীল ছবি স্মৃতি থেকে ডানা ঝাপটায়.
আর স্বপ্নের ভিতর থেকে জেগে ওঠা ঘুমপরী,
আর ঘুমের ভিতর থেকে স্বপ্নে জেগে ওঠা পরী,
আর পরীর স্বপ্ন থেকে জেগে ওঠা ঘুমের ভিতরে---
কয়েকটা ঘুমের ওষুধের খালি স্ট্রীপে,
চিন্হ থেকে যায়---
                                                      নক্ষত্রের ইচ্ছাসুখের ঝরে যাওয়ার..... 

Saturday, March 19, 2011

ghum

ghum tomae jagiye rakhe, raatri tan tan.
ghum amar jontronader agle bolidaan,
ghum ek bishforoner shakkhi majh nadi,
ghum jar khorone khorone tumi bilombito biroti.

Friday, March 18, 2011

তোর সাথে...

এক রাত,  দু রাত,  তিন রাত,  সব রাত
থেকে যাব, কাঁধে মাথা, চোখে চোখ, হাতে হাত... 

Tuesday, March 8, 2011

আজ আর কোনো কথা নেই

আজ       দেয়াল ফুঁড়ে চাঁদ এসেছে ঘরে,
আর       স্বপ্নে দেখি তোমার পারা-পার   
কোনো    অচেনা মন, মনের রূপকথা--
কথা       ফুরিয়ে গেলে সুতীব্র চুম্বন.
নেই        তুমিই শুধু, আর তো সবই এক--
                 সেই স্বপ্নে দেখা পুরনো যৌবন

Monday, March 7, 2011

ওঃ... স্বপ্ন...



নীল মৃত্যু শাশ্বত,
একা তবু একা নয়-
তোমাকে জড়িয়ে এ জীবন

জ্যোত্স্না অনেক বাকি,
আমিও phoenix পাখি,
শুষে নেব তোমার আগুন..